
হোতাম যদি পাখি কোনো
থাকত নাকো বিনিদ্র স্বপ্ন
হতোনা শিখতে "অ,আ" পড়া,
হতোনা,ক্লাসে নজর কাড়া।
থাকত নাকো হাজার বাধা,
সকাল বেলা গলা সাধা।
শিখতাম না যে,খাবার নিয়ম
খেতে গিয়ে বিশাল,"বিষম"।
হোত না ভরতে জমার খাতা,
ঘামাতে হোত না,এত মাথা।
পোয়াতে হোত না সংসার জ্বালা,
বুড়ো বয়সে অবহেলা।
এই যদি হয় মানব জীবন,
মাকে আমি করব বারন।
পাখি হয়েই আছি ভালো,
চাই না গো মা জ্ঞানের আলো।
3 comments:
ani, excellent. sotti vishon valo. asha kori ro valo valo lekha pabo. valo theko r valo likho...
খুউব সুন্দর হয়েছে।
আরও এই রকম লেখা চাই। নিয়মিত পোস্টের অপেক্ষায় থাকলুম।
মনের কথা
.
শতাব্দী প্রাচীন জীবনধারা,
বাঁচার চাপে জীবন-মরা।
চলতে চলতে পেছন ফেরা,
চাওয়া-পাওয়ার হিসাব করা।
আশায় আশায় বসে থাকা,
শুনবো কারুর মনের কথা...
সেই মনেরই মাঝখানে,
রবে আমার নামটি লেখা।
মনের কথা মনেই রাখি,
ভাবি কবে হব পাখি।
এক জায়গায় দাঁড়িয়ে থাকি,
ভাবলে জলে ভরে আঁখি।
অনেক দিন হল,
হয়না কোন কথা...
মনের মধ্যে জমে আছে,
না বলা কথার ব্যাথা।
Post a Comment