Monday, December 17, 2007

মন খোঁজে মন


ঠান্ডা টা বেশ ভালোই পড়েছে । গরম কফি আর কম্বলের একটা আলাদা মজা আছে, এই সময় । এই শীত কালের আরও একটা মজা হল খাওয়ার । বিভিন্ন রকম সব্জি, নতুন গুড়, কড়াইশুঁটির কচুরি, বেশ কিছু পিঠে । সারাদিন একটু উত্তাপের জন্যে মানুষ হাহাকার করে । আমরা যারা ঘরে বসে রাত্রি যাপন করি, তারা হয়ত কোন দিনও বুঝব না সেই কষ্টটা । আমাদের কাছে যেটা সুখের দিন, সেই সুখের দিন টাই অন্যের অসুখের দিন ।

যদিও আমাদের অনেক কিছুই অন্যের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, অথচ আমরা তার কোন খবরই রাখি না । নিজেদের বুদ্ধিমান ভেবে নিজেদের মত একটা সিদ্ধান্ত নিয়ে নিজেরা খুশি হই, সামনের জন কি ভাবল, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না; কিন্তু সত্যিই কি কিছুই যায় আসে না ? নাকি এসব নিয়ে ভাবনা চিন্তা করার সময় বা মানসিকতা কোনটাই আমাদের নেই ?

আমরা তো ভগবান এর শ্রেষ্ঠ সৃষ্টি, মান-অভিমান, দুঃখ-যন্ত্রনা সবই যখন আছে, তাহলে এই মেনে নেওয়া বা মানিয়ে নেওয়া, এই সহনশীলতাটা কেন থাকবে না ? আসলে হয়ত ভবিষ্যতের আপোস হীন দিনের স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে, আমরা ভুলেই গেছি "আমাদের" নিজেদের । এক অনিশ্চিত ভবিষ্যতের পেছনে ছুটছি । আর সব থেকে মজার ব্যাপার হল যে, এই পথের প্রতিটি পদক্ষেপে কিন্তু আমরা আপোস করেই ফেলছি ।

সেদিন একটা কথা শুনলাম limited compromise, বেশ ভাল লাগল । অর্থাৎ , আপোস আমাদের করতেই হবে এটা যখন জেনেই গেছি তখন তার একটা সীমান্তকরণ জরুরী । এবার এই সীমান্তকরণ'টা করবে কে ? আমাদের বুদ্ধি বা বিবেক । সেও যে সব সময় ঠিক সীমান্তকরণ করতে পারবে -- এই বিষয় কি আমরা নিশ্চিত ? নাকি এটা শুধুই কথার কথা যে, মানুষ মানুষের জন্যে (?)