Monday, August 27, 2007
মনের কথা
শতাব্দী প্রাচীন জীবনধারা,
বাঁচার চাপে জীবন-মরা।
চলতে চলতে পেছন ফেরা,
চাওয়া-পাওয়ার হিসাব করা।
আশায় আশায় বসে থাকা,
শুনবো কারুর মনের কথা...
সেই মনেরই মাঝখানে,
রবে আমার নামটি লেখা।
মনের কথা মনেই রাখি,
ভাবি কবে হব পাখি।
এক জায়গায় দাঁড়িয়ে থাকি,
ভাবলে জলে ভরে আঁখি।
অনেক দিন হল,
হয়না কোন কথা...
মনের মধ্যে জমে আছে,
না বলা কথার ব্যাথা।
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
খুউব ভালো হয়েছে। এই রকম নিয়মিত লেখা চাই। শুভেচ্ছা রইলো।
Post a Comment